আমার ভুলের কারণে ম্যাচটি হেরেছি, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে কেঁদে কেঁদে একি বললেন মাহমুদউল্লাহ রিয়াদ!


টার্গেট ছিল মাত্র ১১৪ রান। কিন্তু ব্যাটারদের চরম ব্যর্থতায় ম্যাচটি হারতে হল বাংলাদেশকে। শেষ তিন ওভারে যখন প্রয়োজন ছিল ২০ রান। কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হওয়ার পর থেকে ম্যাচ থেকেই একদম ছিটকে যায় টাইগাররা।

আরো পড়ুন:

বিশ্বমঞ্চে বারবার আম্পায়ারিং সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ!

তবে শেষ ওভারে যখন ১১ রানের প্রয়োজন ছিল। তখনও জয়টা সহজ ছিল বাংলাদেশের। কিন্তু জাকের আলি আউট হওয়া এবং যখন দুই বলে ছয় রানের প্রয়োজন ছিল মহারাজের বল মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ।

আরো পড়ুন:

‘ভালো খেলেও বাদ পড়েছিলাম, কারণ জানতে চাওয়াটাই বড় সমস্যা ছিল’ !

শেষ পর্যন্ত চার রানে হেরে যায় বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমি খুবই হতাশ৷ এমন কাছে এসেও দলকে জয় এনে দিতে না পারায়। বোলাররা দুর্দান্ত বল করেছিল। তবে ব্যাটাররা কাজের কাজ কিছু করতে না পারায় ম্যাচটা হারতে হল। আশা করি এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচগুলোতে ভালো কিছু করার চেষ্টা করব।

Full Video