হাসপাতালের সিঁড়িতে নবজাতক ফেলে গেল কে

হাসপাতালের সিঁড়িতে নবজাতক ফেলে গেল কে
হাসপাতালের সিঁড়িতে নবজাতক ফেলে গেল কে

নওগাঁ সদর হাসপাতাল থেকে ৩/৪ দিন বয়সী এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের সিঁড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে হাসপাতালের নতুন ভবনের সিঁড়িতে মানুষের চেঁচামেচি শুনে এগিয়ে যান ওয়ার্ড বয় রাজু হোসেন। সেখানে গিয়ে তিনি এক নবজাতককে (মেয়ে) কান্না করতে দেখেন।

হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মোছা. মুনিরা জান্নাত জানান, দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু হোসেন ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। তার অক্সিজেন স্বল্পতা ছিল। বর্তমানে শিশুটি সুস্থ আছে।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফজলুর হক বলেন, বর্তমানে শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার জন্য একজন লোক রাখা হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শিশুটিকে কারা ফেলে গেছে তা জানার চেষ্টা চলছে।

Full Video