ইউটিউবে সাড়া ফেলেছে ‘রিক্সা গার্ল

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর বিশেষ দিন মানেই আরটিভি। ঈদকে কেন্দ্র করে জনপ্রিয় এই বেসরকারি চ্যানেলটিতে বরাবরই বর্ণাঢ্য আয়োজন থাকে।

ঈদের দ্বিতীয় দিন (১১ জুলাই) আরটিভিতে প্রচারের পর বুধবার (১৩ জুলাই) ইউটিউবে অবমুক্ত করা হয়েছে একক নাটক ‘রিক্সা গার্ল’। প্রকাশের পরই বেশ সাড়া ফেলেছে নাটকটি। দর্শকরা নাটকটির প্রশংসায় পঞ্চমুখ।

আহমেদ তওকিরের রচনা ও রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। রিক্সা গার্ল হিসেবে শিখা চরিত্রে তার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। তার বিপরীতে রেজাউল চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল।

আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলটির মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘অধীর আগ্রহ নিয়ে রিক্সা গার্ল নাটকটি দেখার জন্য অপেক্ষা করছিলাম, অবশেষে পেয়ে গেলাম।’

আরেকজন লেখেন, ‘অসম্ভব সুন্দর এবং বাস্তবমুখী নাটক। তিশা আপু অনেক ভালো অভিনয় করেছে।’

অন্যজন লিখেছেন, ‘প্রশংসা করার ভাষা নাই। শুধু বলব কাহিনি, অভিনয় হৃদয়ের গভীরে ছুঁয়ে গেছে।’

আরও একজন লেখেন, ‘কি বলে প্রশংসা করব জানি না। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসছে।’

আরেকজন লিখেছেন, ‘চোখের জল ধরে রাখতে পারলাম না। অভিনয় এতটাই অসাধারণ ছিল। আর গল্পটা খুবই ভালো।’

এ ছাড়াও একজন লিখেছেন, ‘কি বলব, বলার ভাষা নেই। এত বাস্তব নাটক আমি আর দেখিনি। আজ থেকে তানজিন তিশা আপুর বড় ভক্ত হয়ে গেলাম।’

অন্যজন লিখেছেন, ‘পরিবারের যখন বড় কোনো ছেলে না হয়ে মেয়ে হয় এবং দায়িত্বটা তার ওপর থাকে, তখন বুঝা যায় দুনিয়াতে বেঁচে থাকা কত কষ্ট।’

বাংলাদেশের নাটকের প্রশংসা করে ভারতের একজন নাগরিক লিখেছেন, ‘একজন ভারতীয় হয়েই বলছি,আমাদের ভারতের কিছু বাংলা নাটক সংসার ভাঙতে সেরা, আর বাংলাদেশের নাটক সংসার গড়তে সেরা। যেখান থেকে অনেক কিছুই শেখা যায়।’

আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশের নাটক দেখে আমার গর্ব হয়। সব নাটকেই ভালো কিছু শেখার আছে। বাংলাদেশের নাটক হচ্ছে বিশ্ববিখ্যাত।’

Full Video