সিলেটসহ ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের তিন বিভাগে বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। শনিবার (১১ জুন) রাতে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এজন্য সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

শাহীনুল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যা পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় ঢাকায় দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি. মি, যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ঘণ্টায় ৩০-৪০ কি.মি. পর্যন্ত বাড়তে পারে।

আজ দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজারহাটে ১০১ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এসময় দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

Full Video