করোনা মুক্ত সাকিব; খেলবেন চট্রগ্রাম টেস্টে!

অবশেষে করোনামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। আজ শুক্রবার নতুন করে করোনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট এসেছে। ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

এদিকে তিন দিন আগে কভিড-১৯ পজিটিভ হন দেশসেরা এই অলরাউন্ডার। জানা গেছে, আজ সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এরপর হবে তার ফিটনেস টেস্ট। সেখানে উত্তীর্ণ হলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবেন, প্রথম টেস্টে সাকিবকে খেলানো হবে কিনা।

ছুটি কাটিয়ে গত মঙ্গলবার সকালেই দেশে ফিরেন সাকিব। কোভিড প্রটোকল অনুযায়ী করানো হয় তার করোনা পরীক্ষা। সেখানেই পজিটিভ ফল আসে অলরাউন্ডারের।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। য কারণে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েন সাকিব।

Full Video