টাইগারদের বোলিং তোপে ৫ উইকেট হারিয়ে বিপাকে আফগানরা | EBD News Bangla


তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় সাত মাস পর ওয়ানডে খেলতে নেমেছে টাইগাররা। যেখানে টাইগারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়েছে আফগানরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৪০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান।

বাংলাদেশ এই সিরিজ জিতলে থাকছে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠার সুযোগ। এমন সমীকরণের সামনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী।

আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ইনিংসের তৃতীয় ওভারেই আসে সাফল্য। মুস্তাফিজুর রহমানকে উড়িয়ে মারতে গিয়ে তামিম ইকবালের তালুবন্দী হন গুরবাজ। এর আগে তিনি করেন ৭ রান।

তবে এরপর রহমত শাহ ও ইব্রাহিম দুজন মিলে দলকে ধীরে ধীরে এগিয়ে নিতে থাকেন। দুজনে গড়েন ৪৫ রানের জুটি। ১৯ রান করা ইব্রাহিমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম।

এরপর রহমত শাহ ৩৪ ও শাহিদী ২৮ রানে আউট হলে ১০২ রানেই ৪ উইকেট হারায় আফগানরা। সর্বশেষ আউট হয়ে যায় অলরাউন্ডার মোহাম্মাদ নবী তাসকিনের বলে কট আউট হওয়ার আগে রান করেছেন ২০ বল খেলেছেন ২৪

Full Video