১০ জনের দল নিয়ে ভারতেকে রুখে দিলো বাংলাদেশ


৫৪ মিনিটের সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। অতিরিক্ত যোগ করা চার মিনিটসহ শেষের ৪০ মিনিট একজন কম নিয়েই খেলতে হয়েছে বাংলাদেশ দলকে
সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের সাথে ১-১ ড্র করেছে বাংলাদেশ। সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে বিকাল ৫টায় ম্যাচটি শুরু হয়।

ম্যাচের প্রথমার্ধে সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পরে জামাল ভূঁইয়ারা। এরপর ৫৪ মিনিটের সময় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিশ্বনাথ ঘোষ। অতিরিক্ত যোগ করা চার মিনিটসহ শেষের ৪০ মিনিট একজন কম নিয়েই খেলতে হয়েছে। তারপরও দমে যাননি জামাল ভুঁইয়ারা। প্রায় সমানে সমান লড়াই করে সমতাসূচক গোল আদায় করে নিয়েছেন তারা।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ভারতের চেয়ে ৮২ ধাপ পেছনে। তার উপর এক গোল পিছিয়ে থেকে দশ জনের দল নিয়ে গোল পরিশোধ করা অত্যন্ত কৃতিত্বের। মালে প্রবাসী দর্শকরাও যথেষ্ট উচ্ছ্বসিত। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে এক গোলের ড্র যে বড় অনুপ্রেরণা।

এর আগে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করে বাংলাদেশ

Full Video