চেহারা ও পরিবেশের সাথে মানানসই সানগ্লাস

ট্রেন্ডি পোশাক, সুন্দর হেয়ার কাট, স্টাইলিশ ইয়ার রিং। ভাবছেন সাজের সবকিছুই পূর্ণ? না, একটা সানগ্লাস না হলে ঠিক জমে না। শুধু ফ্যাশনই না চোখকে রোদের হাত থেকে রক্ষা করে সানগ্লাস। সেই সাথে নিজের মধ্যে এক ধরনের কনফিডেন্সও থাকে। এ জন্য সুন্দর পোশাকের পাশাপাশি অবশ্যই সাথে রাখুন সুন্দর সানগ্লাস।

নেরডি ফ্রেম
সকালের ক্যাজুয়াল আড্ডায় বেশ মানানসই এই নেরডি ফ্রেম। এই লুকটা এখন বেশ ট্রেন্ডি। সেই সঙ্গে দেখতেও বেশ ড্যাশিং লাগে।

কুল বিচ পার্টি
সমুদ্রের ধারে যাচ্ছেন? উজ্জ্বল পোশাক তো অবশ্যই বাছবেন সেই সঙ্গে বেছে নিন চৌকো ফ্রেমের রঙিন সানগ্লাস। ডার্ক মিরর শেড কিন্তু বেশ ভালো লাগে।

ওয়েফার্স স্টাইল
ক্যাজুয়াল আউটফিটের সঙ্গে কুল ওয়েফার্স বেশ ভালো লাগে। পাহাড়ে ঘুরতে গেলে ম্যাট ব্ল্যাক শেডের এরকম গ্লাস বেছে নিতেই পারেন।

স্পোর্টি সানগ্লাস
আজকাল নানা রঙের স্পোর্টি সানগ্লাস পাওয়া যায়। হুডি কিংবা ডিজাইনার কোনও পোশাকের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে এই রকম সানগ্লাস। ওয়েস্টার্ন পোশাকের সাথেও মানিয়ে যাবে এই সানগ্লাস।

Full Video