স্তন ক্যান্সারে মারা গেলেন গায়িকা

ব্রিটিশ গায়িকা সারাহ হারডিং আর নেই । ৫ সেপ্টেম্বর তিনি মারা গেছেন। দীর্ঘদিন স্তন ক্যান্সারে ভুগছিলেন তিনি। অবশেষে হার মানলেন মৃত্যুর কাছে। তার বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর।

গায়িকার মা টুইট করে মেয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

টুইটারে তিনি লেখেন, ‘হৃদয়বিদারক একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার মেয়ে সারাহ মারা গেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন, সে ক্যান্সারের সঙ্গে লড়ছিল। সে মৃত্যুর শেষদিন পর্যন্ত শক্ত থেকে লড়াই করে গেছে। সকালে হেরে গিয়ে সে শান্তিপূর্ণভাবে চলে গিয়েছে।’

গত আগস্টে সারাহ হারডিং জানান, তিনি স্তন ক্যান্সারের সঙ্গে লড়ছেন । ক্যান্সার তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। চলতি বছরের ক্রিসমাস ডে পর্যন্ত তিনি হয়তো আর বাঁচবেন না বলেও চিকিৎসকের কাছ থেকে জানতে পেরেছেন। তাই সারাহ তার অসুস্থতার কথা সবাইকে জানিয়েছেন। এছাড়া ক্যান্সার লুকিয়ে না রেখে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা করানোর জন্য অন্যদের বার্তা দেন তিনি।

উল্লেখ্য, ২০০২ সালে আইটিভির সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘পপস্টার: দ্য রিভেলস’-এর মাধ্যমে পরিচিতি পান হারডিং । এরপর তিনি ব্রিটিশ পপ গ্রুপ ‘গার্লস অ্যালাউড’-এ যুক্ত হন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই।

Full Video