সাঁতার কাটুন কোকো কোলার লেকে

শিরোনাম দেখে অবাক হলেও এটাই সত্য। প্রতিবছরই হাজার হাজার পর্যটকদের ভিড় জমে এই ‘কোকো কোলা’র লেকে। লেকটির পানির রং একদম বোতলবন্দী পানীয়ের সঙ্গে মিলে যায়। আর এ কারণেই এ নামে পরিচিতি বেড়েছে এর।

লেকটির পানিতে নানা গুণে সমৃদ্ধ মাটি ও মিনারেল রয়েছে। এ জন্য পানির রং কোকো কোলার মতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, লেকটিতে সাঁতার কাটার পাশাপাশি নৌকা বিহারের জন্য বেশ আরামদায়ক। স্থানীয়দের মতে, এই পানিতে গোসল করলে রোগ-ব্যাধি কমে যায়।

লেকটির নাম ‘আরারাকোয়ারা’। ব্রাজিলের মাতা দা এস্ত্রেলা এলাকায় অবস্থিত এটি। পানিতে প্রচুর পরিমাণ আয়রন আর আয়োডিন থাকায় এর রং লালচে। লেকটিতে যাওয়ার জন্য প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে যেতে হয়। সূত্র : আনন্দবাজার পত্রিকা

Full Video