নিজের নাম নিয়ে কাউকে খেলতে দেবেন না রোনালদো

জুভেন্টাস ছাড়ছেন, সাম্প্রতিক দিনগুলোতে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে এমন গুঞ্জনের ডালপালা মেলতে মেলতে বটগাছের মতো ছড়িয়ে গেছে। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরছেন, নাকি পিএসজিতে লিওনেল মেসির সঙ্গী হচ্ছেন, সেটি নিয়েও আলোচনার ঝড় উঠেছে। সবকিছু থামিয়ে দিলেন সিআর সেভেন নিজেই, অনেকটা তোপ দেগেই বলছেন- নিজের নাম নিয়ে কাউকে খেলতে দেবেন না।

‘আমাকে যারা চেনেন এমন যেকেউই জানেন, নিজের কাজের প্রতি আমি কতোটা মনোযোগী। কথা কম এবং কাজ বেশি, ক্যারিয়ারের শুরু থেকেই এটি আমার মূলমন্ত্র। সম্প্রতি আমাকে নিয়ে যা বলা হচ্ছে, যা লেখা হচ্ছে, সবই নজরে এসেছে। আমার অবস্থানে আমি সবসময়ই পরিষ্কার।’

‘একজন ব্যক্তি এবং খেলোয়াড় হিসেবে এটা আমার জন্য চরম অসম্মানের, যেভাবে মিডিয়া আমার ভবিষ্যৎ নিয়ে লিখছে, যে ক্লাবগুলোর নামে গুঞ্জন ছড়াচ্ছে সেটা তাদের জন্যও সমান অসম্মানের, তাদের খেলোয়াড় ও স্টাফদের জন্যও।’

বিশেষ করে রিয়াল মাদ্রিদে ফেরা নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন রোনালদো। তার রেকর্ড-ট্রফি, সংখ্যা-শিরোনামে বার্নাব্যুর জাদুঘরে আছে। সেখানকার সমর্থকদের মনে যেমন তিনি আছেন-থাকবেন, তার মনেও রিয়ালের সত্যিকার সমর্থকরা থাকবেন সবসময়ই, বলেছেন এমনই।

কিন্তু যেভাবে রিয়ালকে জড়িয়ে সিআর সেভেনের নাম লেখা হচ্ছে বারংবার, পর্তুগিজ মহাতারকা বলেছেন সেসব লেখার আগে কেউ সত্যিটা পর্যন্ত খুঁজতে চেষ্টা করেনি।

‘এটি বলতেই আমি নীরবতা ভাঙছি যে, আমার নাম নিয়ে মানুষকে খেলতে দিতে পারি না। ক্যারিয়ার, আমার কাজটার প্রতি সমান মনোযোগ ধরে রাখতে চাই, এবং এটাই আমার ধ্যানজ্ঞান। এবং, সেইসব চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করতে চাই যা সামনের দিনগুলিতে অপেক্ষায়। আর কিছু? এর বাইরে বাকি সবকিছুই কেবল অর্থহীন কথাবার্তা?’

Full Video