হেলেনাকে গুলশান থানায় হস্তান্তর করলো র‍্যাব

ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর ইস্যু এখন টক অব দ্যা টাউন। তাকে গুলশান থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আলোচিত নাম হেলেনার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা এখনো জানা যায়নি।

আওয়ামী লীগের নামের সঙ্গে মিল রেখে নামসর্বস্ব সংগঠন ‘চাকরিজীবী লীগ’ নিয়ে তুমুল বিতর্কে পড়েন তিনি।গত রাতে আটক করার পর দিন শুক্রবার (৩০ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়।

এদিকে হেলেনা জাহাঙ্গীর বিরুদ্ধে কয়েকটি মামলা করার প্রক্রিয়াও শুরু হলেও তাকে আদালতে তোলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান।তিনি জানান, ‘মামলা এজাহার পেলে আমরা কোর্টে নেব। কিন্তু এখনও তৈরি হয় নাই। আজ কোর্টে নিতে পারব কি না সেটা এখনো বলতে পারছি না।’

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সেই কারণেই আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।গত রোববার আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়।

Full Video