জিন্স পরার অপরাধে কিশোরীকে পিটিয়ে হত্যা

ভারতের উত্তর প্রদেশে জিন্স পরার অপরাধে ১৭ বছরের এক কিশোরীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার পরিবারের উপর।
ওই কিশোরীর নাম নেহা পেশোয়ান। তার মা শকুন্তলা দেবী পেশোয়ান জানিয়েছে, গত সপ্তাহে নেহার পোশাক নিয়ে তার পরিবারের সদস্যদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মেয়েটির দাদা ও চাচারা মিলে তাকে লাঠি দিয়ে পেটায়।

এরপর নেহা অবচেতন হয়ে গেলে একটি অটোরিক্সা ডেকে শকুন্তলা দেবীকে ছাড়াই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে বাড়ির কাছে একটি ব্রিজের উপর থেকে এক কিশোরীর মরদেহ ঝুলতে দেখার খবর আসে তাদের কাছে। সেখানে গিয়ে দেখা যায় ওই মরদেহটি নেহার।

এ ঘটনায় নেহার দাদা ও চাচাসহ দশ জনের বিরুদ্ধে হত্যা ও প্রমাণ ধ্বংসের মামলা করেছে পুলিশ। অভিযুক্তরা এ ব্যাপারে কোন বক্তব্য দেয়নি। পুলিশ কর্মকর্তা শ্রেয়াস ত্রিপাঠি বিবিসিকে জানিয়েছেন, এক অটো ড্রাইভারসহ চারজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর বাকিদের খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ভারতে নারীর প্রতি সহিংসতার ঘটনা দিনদিন বেড়েই চলেছে। গত মাসে একজন ২০ বছর বয়সী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে বাবা ও ভাইদের পেটানোর নৃশংস একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, শ্বশুরবাড়ি থেকে পালানোর অভিযোগে তাকে শাস্তি দেওয়া হচ্ছিল।

Full Video