হালের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘সম্ভববত, দীর্ঘ ১২ দিন পর হাসলাম।’ স্ট্যাটাসের সঙ্গে তিনি নিজের হাসির একটি ছবিও জুড়ে দিয়েছেন।
তবে কীর কারণে শবনম ফারিয়া এতদিন পর হাসলেন স্ট্যাটাসে তা স্পষ্ট করেননি।
ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা শবনম ফারিয়ার। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিন বোনের মধ্যে ফারিয়া সবার ছোট। তার বাবা ছিলেন প্রথম শ্রেণির চিকিৎসক। ২০১৩ সালে নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে তার।
নাটকের পাশাপাশি ২০১৮ সালে জয়া আহসানের সঙ্গে ‘দেবী’ চলচ্চিত্রেও অভিনয় করেন শবনম ফারিয়া। দর্শকপ্রিয় অভিনয়ের জন্য বিভিন্ন সময় মেরিল প্রথম আলো, বাচসাস পুরস্কারসহ ক্যারিয়ারে একাধিক পুরস্কার লাভ করেন শবনম ফারিয়া।