এক চিমটে নুনেই বাড়ি থেকে দূর হবে অশুভ শক্তি! জানুন কী ভাবে…

নুন বাস্তুশাস্তু অনুযায়ী অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। ঘরে শুভ শক্তির প্রভাব বাড়াতে নানা ভাবে নুনের ব্যবহারের উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে। দেখে নিন কী ভাবে এক চিমটে নুুন ব্যবহার করে আমরা ঘরে থেকে অশুভ শক্তি দূরে সরাতে পারি।এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: আমাদের সবার বাড়িতেই পজিটিভ ও নেগেটিভ এনার্জি থাকে। যে বাড়িতে নেগেটিভের থেকে পজিটিভ এনার্জি বেশি প্রবাহিত হয়, সেই বাড়িতে সুখ শান্তি বজায় থাকে। আবার যে বাড়িতে নেগেটিভ এনার্জি বেশি প্রবাহিত হয়, সেখানে অশান্তি, অসুখ লেগেই থাকে।

বাড়ি থেকে নেগেটিভ এনার্জি সরিয়ে পজিটিভ এনার্জি প্রবাহিত করার নানা টোটকা নিয়ে আগেও আমরা আলোচনা করেছি। আজ আলোচনা করব কী ভাবে নুনের সাহায্যে বাড়ি থেকে অশুভ শক্তি দূরে সরানো যায়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি সরানোর জন্য নুন অত্যন্ত উপযোগী। দেখে নিন কী ভাবে নুন ব্যবহার করে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি সরানো যায়।

* একটা কাঁচের বাটির মধ্যে অল্প একটু সামুদ্রিক নুন নিন। তার মধ্যে ৪-৫টা লবঙ্গ রাখুন। এই বাটিটা ঘরের একটা কোণে রেখে দিন। এর ফলে বাড়িতে অর্থ সমাগম হবে এবং পজিটিভ এনার্জি বাড়বে। শুভ শক্তির প্রভাব বাড়ায় পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে।

* বাড়ির বিভিন্ন কোণায় লবঙ্গ ও নুন জল ছিটিয়ে দিলে এক ধরনের সুগন্ধে বাড়ি ভরে যাবে। এর ফলে গোটা বাড়িতে সুখ থাকবে।

* বাথরুম থেকে যদি খারাপ গন্ধ বেরোয়, তাহলে একটা কাঁচের বাটিতে অল্প নুন নিয়ে বাথরুমের এক কোণে রেখে দিন। কেউ যেন বাটিটা না ছোঁয়। কিছুদিন পর পর নুন বদলে দিন। এর ফলে বাথরুম থেকে বেরনো অশুভ শক্তির প্রভাব কমে যাবে। ফলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো হবে এবং মানসিক শান্তি বাড়বে।

* কখনোও নিজেকে ক্লান্ত, হতাশ ও অবসাদগ্রস্ত মনে হলে স্নানের জলে একটু নুন মিশিয়ে সেই জলে স্নান করে নিন। এর ফলে আপনার এনার্জি বাড়বে ও ফ্রেশ মনে হবে। মানসিক ক্লান্তি ও অবসাদ দূর হবে। মন থেকে যাবতীয় নেগেটিভ চিন্তা ভাবনা দূর হয় এই ভাবে স্নান করলে।
জলের মধ্যে একটু নুন মিশিয়ে সেটা ঘরের বিভিন্ন কোণে রেখে দিন। তবে মনে রাখবেন এই জল যেন ঘরের কোথাও পড়ে না যায়। জল বদলানোর সময়ও তা এক ফোঁটাও যেন না পড়ে। আস্তে আস্তে নুন মেশানো জলের পাত্রগুলি নিয়ে রান্নাঘরের সিংক বা টয়লেটে ওই জল ঢেলে দিন।
* নুন দিয়ে দেব দেবীর মূর্তি পরিষ্কার করা অত্যন্ত শুভ। ধাতুর তৈরি সামগ্রীও নুন দিয়ে পরিষ্কার করতে পারেন। নুন দিয়ে পরিষ্কার করলে এগুলি যেমন ঝকঝকে হবে, তেমনই ঘরে শুভ শক্তি বিরাজ করবে

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন