নীরবে যে কাজটি করছেন সানাই

 

সোশ্যাল মিডিয়ায় এক সময়ের ভাইরাল নাম সানাই। এসেছিলেন চলচ্চিত্রের নায়িকা হতে। কিন্তু নানাভাবে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।এক সাক্ষাৎকারে ‘নিচতলা ভাড়া দিয়ে ওপরতলা করছি’তার এই মন্তব্যটি ভাইরাল হয়ে যায়। এবার সত্যিই বাড়ির নিচ তলার ভাড়া দিয়ে তিন, চার, পাঁচ তলা নির্মাণ করছেন এই মডেল।

বর্তমানে মিডিয়াতে তাকে সেভাবে দেখা যায় না। নীরবেই আছেন এই মডেল। অনেকের প্রশ্ন কোথায় আছেন সানাই। কী করছেন তিনি।সানাই জানালেন, তিনি বর্তমানে বাড়ি তৈরির কাজে ব্যস্ত রয়েছেন। যে কারণে চলচ্চিত্রে সময় দিতে পারছেন না।

সানাই এখন নিজ এলাকা রংপুরে রয়েছেন। তিনি বলেন, ‘বাড়ির কাজ চলছে। পাঁচতলা ফাউন্ডেশনের তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। মূলত নিচতলার ভাড়া থেকেই ওপরের তলার নির্মাণ কাজ চলছে। কাজ শেষ করে ঢাকা ফিরব।’

Full Video


ভালো লাগলে শেয়ার করুন

এটা দেখেছেন কি? দেখে নিন