সিপিএল খেলতে অনাপত্তিপত্র পাচ্ছেন না সাকিব!

সামনে খুবই ব্যস্ত সিডিউল বাংলাদেশ ক্রিকেট দলের। এ বছরের আগস্ট ও সেপ্টেম্বরে বিশ্ব ক্রিকেটের তিন পরাশক্তি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ খেলবে টাইগাররা।এদিকে আগস্টের শেষ দিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু হবে। শেষ হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। এই লিগে সাকিব আল হাসানকে জ্যামাইকা তালাওয়া তাদের দলে নিয়েছে।

তবে ওই সিডিউল ব্যস্ততার জন্য সিপিএল টুর্নামেন্টটি খেলার জন্য সাকিবের এঅনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।জাতীয় দলের খেলা রেখে বিদেশে খেলার ক্ষেত্রে এনওসি পাওয়াটা কঠিন। এ প্রসঙ্গে ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেছেন, ‘আমরা এখনো সাকিবের সিপিএলের এনওসি নিয়ে কিছু ভাবিনি। সময় এলে সিদ্ধান্ত নেব। তবে আমরা তাদের (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড) বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই খেলতে চাই।

Full Video