স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘মর্টাল কমব্যাট’
করোনার বিধি নিষেধের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে চালু হয়েছে দেশের সবচেয়ে সিনেমা থিয়েটার স্টার সিনেপ্লেক্স। মুক্তি পেয়েছে হলিউডের নতুন সিনেমা ‘মর্টাল কমব্যাট’। আজ ৬ জুন থেকে ছবিটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে।১৯৯২ সালের জনপ্রিয় ভিডিও গেম ‘মর্টাল কমব্যাট’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয় একই নামের সিনেমা। ১৯৯৫ সালে মুক্তি পায় এটি।